3 Comments

কাজের লোকের মাসিক মজুরী ১০ হাজার না। কমেই পাওয়া যায়। সমস্যা ৫-১০ বা ২০ যাই মাসে আয় করেন না কেন তা দিয়ে বতমানে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, নূ্ন্যতম বস্ত্র ও চিকিৎসার ওষুধ এবং সন্তানের পড়াশোনার খরচ মেটানো যায় না।

Expand full comment

বাংলাদেশে থেকেও যারা এই মুহুর্তে দারিদ্র্যের বিস্তৃতি বুঝতে পারছেন না অথবা স্বীকার করতে চাচ্ছেন না তাদেরকে আমার আরিফ জেবতিকের মত নির্লজ্জ দলীয় চামচা বলে মনে হয়। একটা দুইটা ঘটনা দিয়ে অনেকেই প্রমাণ করতে চান যে আসলে দারিদ্রের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি সেটা মিথ্যা। দুঃখজনকভাবে আমার ফেসবুক ফ্রেন্ডলিস্টে যারা এমনটা বলছেন এবং শেয়ার করছেন তাদের প্রায় সকলেই সরকারপন্থী। অন্ধ দলপ্রীতি খুব ক্ষতিকর।

অট ১: ছবিটা পাল্টায়ে আপলোড করবেন বস। মাস্কিংটা ভালো হয় নাই।

অট ২: সাবস্ট্যাকের সেটল হতে হলে যারা ভালো লিখেন, তাদেরকেও লিখতে বলেন প্লিজ। সাবস্ট্যাকে রাইটার-একটিভিস্টদের পুল না থাকলে আমরা পাঠকরাও কিন্তু বেশিদিন আগ্রহ ধরে রাখতে পারবো না।

Expand full comment

ধন্যবাদ। সাবস্ট্যাকেই লিখুন। ফেসবুকের এতো বাকশালমার্কা নিয়ম ভালো লাগে না।

Expand full comment